হোম > শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আপাতত অ্যাডহক কমিটির তত্ত্বাবধানেই পরিচালিত হবে। অ্যাডহক কমিটিগুলোর মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে সব শিক্ষা বোর্ডকে।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর ২০ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ২১ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ অনধিক ছয় মাস। প্রবিধানমালায় অ্যাডহক কমিটিকে গঠিত হওয়ার ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে বলা হয়েছিল। সে অনুযায়ী বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছিল।

আরও খবর পড়ুন:

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি

কুবিতে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশে অণুজীববিজ্ঞান শিক্ষায় ভূমিকা রয়েছে বিএসএমের

‎জকসু নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন জামাল ভূঁইয়া

জকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণায় প্রার্থীরা

‎জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর