হোম > শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠন স্থগিত: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-১) সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা হবে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আপাতত অ্যাডহক কমিটির তত্ত্বাবধানেই পরিচালিত হবে। অ্যাডহক কমিটিগুলোর মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে সব শিক্ষা বোর্ডকে।

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর ২০ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ২১ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ অনধিক ছয় মাস। প্রবিধানমালায় অ্যাডহক কমিটিকে গঠিত হওয়ার ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করতে বলা হয়েছিল। সে অনুযায়ী বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছিল।

আরও খবর পড়ুন:

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি