বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির জন্য শূন্যপদের তথ্য পাঠানোর সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা পাঠানো যাবে। শূন্যপদের তথ্য দেওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে।
আজ সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন এবং ৩ বছরের শূন্যপদের তথ্য দেওয়ার সর্বশেষ সময় ছিল ১০ নভেম্বর। এই সময়সীমা আগামী ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হলো। অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন দেওয়ার পর পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে।
এর আগে গত ৩১ অক্টোবর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করে এনটিআরসিএ।