হোম > শিক্ষা

চীনের ডংহুয়া ইউনিভার্সিটি সিএসসি বৃত্তি

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

চীনে ডংহুয়া ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ ২০২৫-২৬-এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এটি চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৃত্তির জন্য আবেদনে আগ্রহী শিক্ষার্থীদের আইইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই।

ডংহুয়া বিশ্ববিদ্যালয় চীনের সাংহাইয়ের একটি পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত। ১৯৫১ সালের জুনে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি মূলত ইস্ট চায়না ইনস্টিটিউট অব টেক্সটাইল টেকনোলজি নামে পরিচিত ছিল। পরে ১৯৮৫ সালের সেপ্টেম্বরে ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে চায়না টেক্সটাইল ইউনিভার্সিটি করা হয়। এরপর ১৯৯৯ সালের আগস্টে এটিকে আবার ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা হয়।

সুযোগ-সুবিধা

চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। মাস্টার্সের জন্য মাসিক উপবৃত্তি হিসাবে ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডির জন্য সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে। এ ছাড়া সাংহাই সরকারি বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

অধ্যায়নের বিষয়গুলো

তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ স্কুল, সাংহাই ইন্টারন্যাশনাল কলেজ অব ফ্যাশন অ্যান্ড ইনোভেশন, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, কলেজ অব কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, মানবিক কলেজ ও বিজ্ঞান কলেজ।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

চীনা সরকারি বৃত্তির জন্য আবেদনপত্র, আন্তর্জাতিক ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র, শারীরিক পরীক্ষার সনদ, নন-ক্রিমিনাল রেকর্ড, মূল সর্বোচ্চ ডিগ্রির কপি, দুটি সুপারিশ চিঠি, একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, ভাষার দক্ষতার প্রশংসাপত্র ইত্যাদি।

আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। ভালো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্নাতকোত্তর প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া উচিত নয়। পিএইচডি প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রার্থীদের বয়স ৪০ বছরের বেশি হওয়া উচিত নয়। স্নাতকের জন্য প্রার্থীদের ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বৈধ পাসপোর্ট থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)