রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গৌরবময় ফল অর্জন করেছে। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে এ বছর মোট ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৮১৪ জন। সম্মিলিত পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
শ্রেণিভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৫৮৬ জন, পাস করেছে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণ করে ২২৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছে ২১০ জন।