হোম > শিক্ষা

বঙ্গবন্ধুর আদর্শ এ প্রজন্মের মননে পৌঁছে দিতে হবে: ববি উপাচার্য

প্রতিনিধি, বরিশাল

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের মননে পৌঁছে দিতে হবে। তবেই বর্তমান তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করবে।' জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন এ বক্তব্য দেন। শুক্রবার বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসান। 

উক্ত আলোচনা সভায় আরও সংযুক্ত ছিলেন ববি শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১১ থেকে ১৬, কর্মচারী কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর নেতৃবৃন্দ। 

সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. খোরশেদ আলম। বক্তব্য রাখেন সুব্রত কুমার বাহাদুর, সাজ্জাদ উল্লাহ ফয়সাল, সোলায়মান খান, সৈয়দা ফাতেমা মমতাজ মলি, রফিক সেরনিয়াবাত, তৌছিক আহমেদ রাহাত, হাবিবুর রহমান, সাইফা আলম সঞ্চি ও নাদিম মল্লিক প্রমুখ।

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)