হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ২ 

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১২ জন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেশটির টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরতলির একটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির পর সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহও উদ্ধার করেছে পুলিশ। 

টেনেসির পুলিশ কর্মকর্তা ডেল লেন জানান, সুপার মার্কেটে গুলির খবর পাওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন পুলিশের সদস্যরা। এ ঘটনায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের সবাইকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে হামলার কোনো কারণ নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

পুলিশের এই কর্মকর্তা জানান, সুপার মার্কেটে চালানো এই হামলায় একজনই জড়িত ছিলেন বলে মনে করা হচ্ছে। এ সময় অনেকেই প্রাণ বাঁচাতে ফ্রিজ ও লকারে লুকিয়ে ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের