হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাছ শিকার টুর্নামেন্টে জিততে অভিনব প্রতারণা

একটি হাই প্রোফাইল মাছ শিকার টুর্নামেন্টে জিততে দুই প্রতিযোগী অভিনব প্রতারণা আশ্রয় নিয়ে ধরা পড়েছেন। কর্তৃপক্ষ এখন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওহাইও ফিশিং টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের পুরস্কার মূল্য ২৯ হাজার ডলার! এই টাকার লোভ সামলাতে না পেরে দুই প্রতিযোগী প্রতারণা করে মাছের ওজন বাড়িয়ে দেখিয়েছিলেন। গতকাল বুধবার আয়োজকেরা ঘোষণা দিয়েছেন, ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।

প্রসিকিউটরেরা বলছেন, টুর্নামেন্টে বিজয়ী জ্যাকব রুনিয়ান এবং চেজ কমিনস্কি বড় প্রতারণার চেষ্টা করেছেন। গ্র্যান্ড জুরি তাঁদের প্রতারণা ধরে ফেলেছেন। তাঁদের অপরাধমূলক সরঞ্জাম থাকা এবং বন্যপ্রাণীর বেআইনি মালিকানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

জ্যাকব রুনিয়ান এবং চেজ কমিনস্কির প্রতারণার কৌশল নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। তাঁরা মাছের পেট কেটে সিসার ওজন এবং অন্য কাটা মাছ ভরে দিয়ে ওজন বাড়িয়ে দেখিয়েছিলেন। এই প্রতারণার ধরতে পারার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। টুর্নামেন্টে তাঁরাই বিজয়ী হয়েছিলেন। ধরা পড়ার পর কর্তৃপক্ষ তাঁদের অযোগ্য ঘোষণা করে। বিজয়ী হলে তাঁরা প্রায় ২৯ হাজার ডলার পেতেন।

টুর্নামেন্টের পরিচালক ওই দুই প্রতিযোগীর মাছের পেটে ১০টি সিসার টুকরা পেয়েছেন। এর মধ্যে আটটিও ওজন ১২ আউন্স করে এবং এবং দুটি ৮ আউন্স করে। পাশাপাশি মাছের বেশ কয়েকটি টুকরাও ছিল।

পরিচালক জেসন ফিশার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, ক্লিভল্যান্ড চ্যাম্পিয়নশিপে একটি প্রতিযোগী দলের মাছের ওজন অন্যদের প্রায় দ্বিগুণ হলে তাঁর সন্দেহ হয়। চারদিকে এ নিয়ে গুঞ্জন চলছি। মাছগুলো হাত দিয়ে টিপতে গিয়ে অস্বাভাবিকতা অনুভব করেন। এরপর ছুরি দিয়ে কাটতেই বেরিয়ে আসে সিসার বল!

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ