হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাছ শিকার টুর্নামেন্টে জিততে অভিনব প্রতারণা

একটি হাই প্রোফাইল মাছ শিকার টুর্নামেন্টে জিততে দুই প্রতিযোগী অভিনব প্রতারণা আশ্রয় নিয়ে ধরা পড়েছেন। কর্তৃপক্ষ এখন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওহাইও ফিশিং টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের পুরস্কার মূল্য ২৯ হাজার ডলার! এই টাকার লোভ সামলাতে না পেরে দুই প্রতিযোগী প্রতারণা করে মাছের ওজন বাড়িয়ে দেখিয়েছিলেন। গতকাল বুধবার আয়োজকেরা ঘোষণা দিয়েছেন, ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।

প্রসিকিউটরেরা বলছেন, টুর্নামেন্টে বিজয়ী জ্যাকব রুনিয়ান এবং চেজ কমিনস্কি বড় প্রতারণার চেষ্টা করেছেন। গ্র্যান্ড জুরি তাঁদের প্রতারণা ধরে ফেলেছেন। তাঁদের অপরাধমূলক সরঞ্জাম থাকা এবং বন্যপ্রাণীর বেআইনি মালিকানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

জ্যাকব রুনিয়ান এবং চেজ কমিনস্কির প্রতারণার কৌশল নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। তাঁরা মাছের পেট কেটে সিসার ওজন এবং অন্য কাটা মাছ ভরে দিয়ে ওজন বাড়িয়ে দেখিয়েছিলেন। এই প্রতারণার ধরতে পারার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। টুর্নামেন্টে তাঁরাই বিজয়ী হয়েছিলেন। ধরা পড়ার পর কর্তৃপক্ষ তাঁদের অযোগ্য ঘোষণা করে। বিজয়ী হলে তাঁরা প্রায় ২৯ হাজার ডলার পেতেন।

টুর্নামেন্টের পরিচালক ওই দুই প্রতিযোগীর মাছের পেটে ১০টি সিসার টুকরা পেয়েছেন। এর মধ্যে আটটিও ওজন ১২ আউন্স করে এবং এবং দুটি ৮ আউন্স করে। পাশাপাশি মাছের বেশ কয়েকটি টুকরাও ছিল।

পরিচালক জেসন ফিশার মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, ক্লিভল্যান্ড চ্যাম্পিয়নশিপে একটি প্রতিযোগী দলের মাছের ওজন অন্যদের প্রায় দ্বিগুণ হলে তাঁর সন্দেহ হয়। চারদিকে এ নিয়ে গুঞ্জন চলছি। মাছগুলো হাত দিয়ে টিপতে গিয়ে অস্বাভাবিকতা অনুভব করেন। এরপর ছুরি দিয়ে কাটতেই বেরিয়ে আসে সিসার বল!

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস