হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

নারীর হৃৎপিণ্ড রান্না করে খেতে দেন পরিবারকে, এরপর ২ জনকে হত্যা

জেল থেকে ছাড়া পেয়ে এক নারীকে হত্যা করেন মার্কিন নাগরিক লরেন্স পল অ্যান্ডারসন (৪৪)। এরপর তাঁর হৃৎপিণ্ড নিয়ে বাড়ি গিয়ে আলু দিয়ে রান্না করেন। পরিবারকে সেটি খেতে দেন। এরপর সেখানে শিশুসহ দুজনকে হত্যা করেন।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের। এ অপরাধে লরেন্স পলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, জেল থেকে আগাম মুক্তি পাওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে লরেন্স পল ২০২১ সালে এই হত্যাকাণ্ড ঘটান।

মুক্তি পাওয়ার কয়েক সপ্তাহ পরে তিনি আন্দ্রেয়া ব্ল্যাঙ্কেনশিপ নামের ওই নারীকে হত্যা করে হৃৎপিণ্ড নিয়ে নিজের খালা-খালুর বাসায় যান। সেখানে তিনি সেই হৃৎপিণ্ড আলু দিয়ে রান্না করে তাঁদের খেতে দেন। এরপর তাঁর খালু ৬৭ বছর বয়সী লিওন পাই এবং তাঁর চার বছরের নাতনি কাইওস ইয়েটসকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

এর আগে মাদক মামলায় অ্যান্ডারসনের ২০ বছর সাজা হয়েছিল। তিনি এর মধ্য তিন বছর সাজা ভোগ করেছিলেন। এরপর ওকলাহোমার গভর্নর কেভিন স্টিটের দণ্ড লঘুকরণের তালিকায় তিনি স্থান পান। তবে পরে একটি তদন্তে দেখা গেছে, ভুলবশত দণ্ড লঘুকরণের তালিকায় লরেন্স পলের নাম উঠেছিল।

হত্যা, হামলা ও অঙ্গচ্ছেদের দায় স্বীকার করার পর অ্যান্ডারসনকে পাঁচটি ধারায় পাঁচটিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া হামলায় আহত অ্যান্ডারসনের খালা এবং অন্য ভুক্তভোগীদের পরিবার ওকলাহোমার গভর্নর এবং জেল প্যারোল বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন।

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প