হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

হাইতিতে ১২ জনকে পিটিয়ে হত্যার পর মরদেহে অগ্নিসংযোগ

ক্যরিবিয়ান অঞ্চলের দেশ হাইতিতে সন্দেহভাজন অন্তত ১২ অপরাধীকে পিটিয়ে হত্যা ও তাদের মরদেহগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে এ ঘটনার পর থেকে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। 

হৃদয়বিদারক একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় ওই ১২ জনকে রাস্তায় শুয়ে পড়তে বাধ্য করছে কয়েকজন অস্ত্রধারী পুলিশ। এরপর আশপাশের মানুষ তাদের ওপর কালো টায়ার বসিয়ে পেট্রল ছিটিয়ে দেয়। এরপর আগুন লাগিয়ে দেয়। 

একজন প্রত্যক্ষদর্শী যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিকে বলেছেন, পুলিশ ওই ১২ জনকে পোর্ট অব প্রিন্সের কানাপে ভার্ট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে জনতা তাদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর ও পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে তাদের গায়ে আগুন দেয়। 

এদিকে হৃদয়বিদারক এ দৃশ্য দেখার জন্য শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। এ সময় এপির প্রতিধিনিধি ১৩ জনকে আগুনে পুড়তে দেখেছেন। 

হাতার পুলিশ বিভাগ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পুলিশ অফিসারেরা চোরাকারবারি সন্দেহে একটি মিনিবাসে থাকা অন্তত ১২ জনকে আটক করেছিল। কিন্তু পরবর্তীতে ‘দুর্ভাগ্যবশত জনগণ আটকদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় ও পিটিয়ে হত্যা করে। ওই পোস্টে আরও জানানো হয়, একটি ভিডিওতে দেখা গেছে, আটকদের কাছে পিস্তল ও একে-৪৭ ছিল। 

সম্প্রতি হাইতিতে গণপিটুনির ঘটনাগুলো সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকারের সংকট হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের নিরাপত্তাবিষয়ক কাউন্সিল আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছে। 

জাতিসংঘের মানবাধিকার সমন্বয়বিষয়ক অফিসের তথ্য অনুযায়ী, পোর্ট অব প্রিন্সে  ১৪ থেকে ১০ এপ্রিলের মধ্যে অন্তত ৭০ জন বিভিন্ন সংঘর্ষ ও গণপিটুনিতে নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ জনকে গুলি বা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দুজন আবার ছিল শিশু। 

হাইতিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার সমন্বয়ক উলরিকা রিচার্ডসন বলেছেন, হাইতির সিটি সোলেইলে সংঘর্ষ দিন দিন বাড়ছে। মানুষ ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রাণের ভয়ে তারা ঘর থেকে বের হতে পারছে না।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ