হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এক্স

লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন।

যদিও এটি কোনো দাপ্তরিক পরিকল্পনা কি না তা স্পষ্ট নয়, তবে ভেনেজুয়েলায় সাম্প্রতিক সফল অভিযানের পর ট্রাম্পের এমন মন্তব্যকে লাতিন আমেরিকার দেশগুলোর জন্য এক অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজে একজন কিউবান-আমেরিকান অভিবাসী দম্পতির সন্তান এবং কিউবার সমাজতান্ত্রিক শাসনব্যবস্থার কড়া সমালোচক। ট্রাম্প প্রশাসনে তাঁর ক্রমবর্ধমান ক্ষমতার কারণে সোশ্যাল মিডিয়ায় অনেকেই কৌতুক করে তাঁকে ‘কিউবার হবু প্রেসিডেন্ট’ বা ‘ইরানের শাহ’ হিসেবে মিম বানাচ্ছেন। ট্রাম্প সেই রসিকতাকেই উসকে দিয়ে ‘সাউন্ডস গুড টু মি’ বলায় কিউবান সরকারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর থেকেই কিউবাকে টার্গেট করছেন ট্রাম্প। তাঁর দাবি, কিউবা এত দিন ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভর করে টিকে ছিল, যা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প কিউবা সরকারকে সতর্ক করে বলেন, ‘দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে এসো। ভেনেজুয়েলা থেকে আর কোনো তেল বা অর্থ কিউবায় যাবে না।’

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট। ছবি: স্ক্রিনশট

ট্রাম্প আরও দাবি করেন, মাদুরোকে ধরার অভিযানে নিরাপত্তা কাজে নিয়োজিত ৩২ জন কিউবান সদস্য নিহত হয়েছেন। তিনি কিউবান বাহিনীকে ‘দস্যু ও চাঁদাবাজ’ হিসেবে অভিহিত করে বলেন, ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সেনাবাহিনী রয়েছে।

তবে শুধু কিউবা নয়, কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ওপরও চরম ক্ষুব্ধ ট্রাম্প। গত সপ্তাহে তিনি কলম্বিয়াকে ‘অসুস্থ মানুষের দেশ’ এবং পেত্রোকে ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি কলম্বিয়ায় মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবেও ট্রাম্প তাঁর সিগনেচার টিউন ‘সাউন্ডস গুড টু মি’ ব্যবহার করে ইতিবাচক ইঙ্গিত দেন।

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন