যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে স্কুলে বন্দুক হামলার সময় হামলাকারীর কাছে দুটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারীর বাড়িতে তল্লাশি চালিয়ে আরও অস্ত্র পাওয়া গেছে। এর মধ্যে দুই ধরনের শটগানও রয়েছে। এ ছাড়া হাতে আঁকা ম্যাপও উদ্ধার করা হয়। ওই ম্যাপের মধ্যে হামলার শিকার স্কুলের পুরো নকশা ছিল। ওই নকশায় কোথা দিয়ে স্কুলে প্রবেশ এবং সহজে বের হওয়া যায় তা নির্দেশ করা ছিল।
এদিকে ওই হামলাকারীর পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁর নাম অড্রি হেল, বয়স ২৮ বছর। তিনি ন্যাশভিলেরই বাসিন্দা। তবে তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে ধোঁয়াশা চলছে। প্রথমে তাঁকে নারী বলা হলেও পরে পুলিশ বলছে, হামলাকারী একজন ট্রান্সজেন্ডার। তবে লিংকডইন অ্যাকাউন্টে পুরুষ হিসেবে পরিচয় দেওয়া আছে হেলের।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পতাকা অর্ধনমিত রাখতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, আগামী শুক্রবার পর্যন্ত সব সরকারি ভবন ও মার্কিন দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে বন্দুক আইন কঠোর করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর বিষয়টি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গেল মাসেই ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে গুলিতে প্রাণহানি হয় কয়েকজনের। চলতি বছর দেশটিতে শতাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে স্কুলে।