হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভ্যালেন্টাইন ডেতে ঝগড়া, সন্তানদের সামনেই নারীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় একটি মুদি দোকানের সামনে এক নারীকে সন্তানদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। ২৬ বছর বয়সী ওই নারীর নাম আলেকজান্দ্রিয়া ক্রেস বরিস। 

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেন্টাইন ডেতে স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পার্কিং লটে গাড়িতে পণ্য তোলার সময় ঝগড়ায় জড়ান দুই নারী। ঝগড়ার একপর্যায়ে এক নারী রিভলবার বের করে পেছন থেকে গুলি করে আলেকজান্দ্রিয়া নামের অপর নারীকে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা পৌঁছানোর পরপরই তাঁকে মৃত ঘোষণা করা হয়। 

আলেকজান্দ্রিয়ার স্বামী টাইলার বরিস জানান, ঘটনার সময় তাদের দুই সন্তান গাড়িতে বসে ছিল। সন্তানদের সামনেই গুলি করা হয় তাঁর স্ত্রীকে। বরিস আলেকজান্দ্রিয়া সম্পর্কে বলেন, ‘স্ত্রী হিসেবে সে ছিল সেরা’। 

আলেকজান্দ্রিয়া ক্রেস বরিস একজন কসমেটোলজিস্ট এবং নার্সিং শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী বরিস আরও জানান, এই হত্যার মাত্র ছয় দিন আগে আলেকজান্দ্রিয়ার ভাইও গুলিতে নিহত হন। 

এদিকে যিনি গুলি করেছেন তাঁর নাম ক্রিস্টিনা হ্যারিসন (২৩)। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানান, ‘মিস হ্যারিসন এবং মিস বরিসের মধ্যে ঝগড়া হয়েছিল। তবে ঠিক কি নিয়ে ঘটনার সূত্রপাত, তা স্পষ্ট নয়।’ 

হ্যারিসন ঘটনাস্থল থেকে দ্রুত চলে গেলেও পরে আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয় এবং লেক্সিংটন কাউন্টির আটক কেন্দ্রে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে হত্যা এবং আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। 

সাউথ ক্যারোলিনার ইরমো পুলিশ প্রধান ববি ডেল জানিয়েছেন, অভিযুক্ত এবং হত্যার শিকার নারী একে অপরকে চিনতেন না। দুর্ভাগ্যবশত, মেজাজ হারিয়ে এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আজ যা ঘটেছে তা বর্ণনা করতে আমি একটি শব্দই ভাবতে পারি, আর তা হলো নির্বুদ্ধিতা।’ 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা