হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাংলাদেশে ২০২১ সালে খুনের ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি গ্রেপ্তার

বাংলাদেশে ২০২১ সালে একজনকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটন শহরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয় বলে মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের প্রধান প্রিন্সিপাল ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি মার্কিন নাগরিক। খুন হওয়া ব্যক্তি এবং অভিযুক্ত দুজনেই বাংলাদেশি। 

আদালতের নথি অনুসারে, ২০২১ সালের ১১ জুন নিউইয়র্কের ব্রঙ্কসের গ্যানেট রোজারিও (৫২) বাংলাদেশে অবস্থানরত মাইকেল রোজারিওকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে গ্যানেট রোজারি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যানেট রোজারিও বাংলাদেশে আরেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। 

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মেহতাব সৈয়দ বলেন, বিদেশে ঘটে যাওয়া অপরাধের তদন্তের জন্য এফবিআই উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করে যা মার্কিন স্বার্থকে প্রভাবিত করে এবং আমেরিকান নাগরিকদেরও প্রভাবিত করে। বিদেশে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করেন এমন ব্যক্তিদের এফবিআইয়ের বহির্বিভাগীয় তদন্তের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা হবে। 

এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ জেমস এইচ স্মিথ বলেন, গ্যানেট রোজারিও বাংলাদেশে মার্কিন নাগরিক মাইকেল রোজারিওকে পূর্বপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। 

গ্যানেট রোজারিওকে বৃহস্পতিবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আদালতে হাজির করা হয়।

গ্যানেট রোজারিওর বিরুদ্ধে  বিদেশের মাটিতে মার্কিন নাগরিককে হত্যা, সহিংসতা অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। 

এফবিআই লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস যৌথভাবে মামলাটি তদন্ত করছে। 

ক্রিমিনাল ডিভিশনের হিউম্যান রাইটস অ্যান্ড স্পেশাল প্রসিকিউশন সেকশনের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ফ্রাঙ্ক রাঙ্গোসিস এবং নিউইয়র্কের দক্ষিণ জেলার জন্য সহকারী মার্কিন অ্যাটর্নি ক্রিস্টি স্লাভিক মামলাটির বিচারকার্যে জড়িত।

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প