হোম > অপরাধ > সিলেট

স্ত্রীকে বস্তায় ভরে পানিতে ফেলল স্বামী

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুরে হাত-পা বেঁধে ও মুখে দড়ি লাগিয়ে প্লাস্টিকের বস্তায় ভরে ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নদীর পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ৮টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদলার পাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। পরে স্থানীয় প্রতিবেশী আবুল হোসেন বস্তার মুখ খোলে ওই নারীকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত নারী বাদলার পাড় গ্রামের কারি নিজাম উদ্দিনের মেয়ে মাইফুল নেছা (২৩)। তিনি বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মাইফুল নেছার মা মমতা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের সাজিদুল মিয়ার ছেলে আবু তাহের জান্নাতের (২৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের টাকা মেটানোর জন্য আমার মেয়ে মাইফুলকে চাপ দিচ্ছিল আবু তাহের। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শারীরিক নির্যাতন শুরু করে। কিছুদিন আগে বিষ খাইয়ে মেরেও ফেলতে চেয়েছিল আমার মেয়েকে। এ নিয়ে স্থানীয় ভাবে বিচার সালিসও হয়েছে আবু তাহেরের বিরুদ্ধে। 

বিচার সালিসের পর গত রাতে আমার মেয়ে টয়লেট গেলে মেয়ের স্বামী, শ্বশুর ও দেবররা পূর্ব পরিকল্পিত ভাবে তাঁর মুখ চেপে ধরে হাত, পা বেধে প্লাস্টিকের বস্তায় ভরে পাশে ভাঙার খাল নদীতে ফেলে দেয়। 

মাইফুল নেছার বোন জামাই আশু মিয়া ও বড় ভাই ওবায়দুল্লাহ জানান, বিয়ের পর থেকেই তারা আমার বোনকে নির্যাতন করছিল। যৌতুকের ৫০ হাজার টাকার দাবি মেটানোর পরও নির্যাতন বন্ধ করেনি। আজ হাত পা বেঁধে আমার বোনকে নদীতে ভাসিয়ে দিতে চেয়েছিল। 

ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু তাহের জান্নাত, তাঁর বাবা ও ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান