হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে ৬৯৩ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৮ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে চোরাই পথে আনা ৬৯৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হাফিজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও ট্রাক থেকে এসব চিনি জব্দ করে র‍্যাব-৯। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার মধুখালি থানার মাঝকান্দি গ্রামের হাবিব মৌল্লিক (২২), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পরমদ্ধপুর গ্রামের আবুল কালাম আজাদ (৩২), সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুল আহাদ (৪১), সিলেট জেলার গোয়াইনঘাট থানার ঘোরামারা গ্রামের আল কাউসার কয়েছ (২৭), ফরিদপুর জেলার সালথা থানার গোবিন্দপুর গ্রামের সিয়াম হোসাইন (২০), রাজবাড়ী জেলার পাংশা থানার মালঞ্চী গ্রামের ওহাব সেখ (৪৭), কুষ্টিয়া জেলার খোকসা থানার মোড়াগাছা গ্রামের তুষার শেখ (৩২) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার রতনপুর নিজগাঁও গ্রামের মোমিন মিয়া (৩৯)। 

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ ভারতীয় চোরাই চিনি পাচার করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ‘কুরিয়ার সার্ভিস ২৪’ নামের প্রতিষ্ঠানের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৯৩ বস্তা চিনি জব্দ করা হয়। চিনিগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। এসব চিনির বাজার মূল্য প্রায় ৪৫ লাখ ৪ হাজার ৫০০ টাকা। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাব-৯—এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এসআই লোকমান হোসেন এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার র‍্যাব উল্লিখিত পরিমাণ চিনিসহ ৮ জনকে গ্রেপ্তার করে। পরে মামলা দিয়ে বাহুবল থানায় সোপর্দ করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁদেরকে আদালতে পাঠানো হয়।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১