হোম > অপরাধ > সিলেট

আরব আমিরাতে ছুরিকাঘাতে চুনারুঘাটের যুবক খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর নাম কাউছার মিয়া (৩৮)। আবুধাবির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত কাউছার মিয়ার বাড়ি সিলেট জেলার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। কাউছারের নেপালি এক সহকর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী। 

নিহত কাউছার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। তিনি আট বছর আগে আবুধাবিতে যান। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে ছাহেব আলী বলেন, গতকাল শুক্রবার কাউছার মিয়ার বাড়িতে তাঁর সহকর্মীরা ফোন করে জানান, বৃহস্পতিবার রাতে কাউছারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। ওই রাতেই নেপালি এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মো. ছাহেব আলী আরও বলেন, এ ঘটনায় কাউছার মিয়ার কর্মস্থলের কর্তৃপক্ষের দায়ের করা মামলায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার কাউছার মিয়ার মরদেহ দেশে আসার কথা রয়েছে বলে জানান তিনি।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২