হোম > অপরাধ > সিলেট

আরব আমিরাতে ছুরিকাঘাতে চুনারুঘাটের যুবক খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর নাম কাউছার মিয়া (৩৮)। আবুধাবির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

নিহত কাউছার মিয়ার বাড়ি সিলেট জেলার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। কাউছারের নেপালি এক সহকর্মীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মীর মো. ছাহেব আলী। 

নিহত কাউছার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের রজব আলীর ছেলে। তিনি আট বছর আগে আবুধাবিতে যান। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে ছাহেব আলী বলেন, গতকাল শুক্রবার কাউছার মিয়ার বাড়িতে তাঁর সহকর্মীরা ফোন করে জানান, বৃহস্পতিবার রাতে কাউছারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। ওই রাতেই নেপালি এক সহকর্মী কাউছারকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন কাউছারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মো. ছাহেব আলী আরও বলেন, এ ঘটনায় কাউছার মিয়ার কর্মস্থলের কর্তৃপক্ষের দায়ের করা মামলায় অভিযুক্ত নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার কাউছার মিয়ার মরদেহ দেশে আসার কথা রয়েছে বলে জানান তিনি।

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি