হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখায় যুবকের লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌড়ের বাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

সালাউদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর খালে লাশ ফেলে গেছে। তিনি বর্ণি ইউনিয়নের বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌড়ের বাজার) এলাকার রাইতখালী খালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখেন। এ সময় তাঁরা লাশটি বারোহাল গ্রামের কমর উদ্দিনের ছেলে দিনমজুর সালাউদ্দিনের বলে শনাক্ত করেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সালাউদ্দিনের মামাতো ভাই তোফায়েল আহমদ লায়েক বলেন, সালাউদ্দিন ভাই প্রায়ই দেরিতে বাড়িতে ফেরেন। শুক্রবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আর বাড়িতে ফেরেননি। বিকেলে দৌড়ের বাজার এলাকার একটি খালে তাঁর লাশ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত মিলেছে। দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি