হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে কৃষক তোতা মিয়া হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুজনকে যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় দেন। এ মামলার বাকি ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—সিজিল মিয়া (৩৫), বশির আহমেদ ভিংরাজ, জিতু মিয়া (৫২), শাহ আলম (৩০) ও ফজল মিয়া (৫০)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আলফু মিয়ার ছেলে ইউনুছ মিয়া ও আব্দুল্লাহ মিয়া (৫৩)।

হবিগঞ্জ আদালতের সহকারী (পিপি) মোহাম্মদ মুছা মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মোহাম্মদ মুছা মিয়া জানান, ২০১৪ সালের ১ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে প্রকাশ্যে কৃষক তোতা মিয়াকে হত্যা করা হয়। পরদিন তোতা মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ৩৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে ২৯ জনের সাক্ষ্যের প্রেক্ষিতে আদালত আজ বিকেলে এ রায় দেন।

মামলায় জানা গেছে, ওই গ্রামের শাহআলম রাস্তা বন্ধ করে ঘর তৈরি করলে তোতা মিয়ার কাছে সালিসের জন্য যান স্থানীয়রা। এ সময় শাহআলম প্ররোচনায় আসামিরা তোতা মিয়া ও অন্যান্যদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে তোতা মিয়া আহত হন। হামলার ঘটনায় আরও বেশ আহত করা হন। গুরুতর অবস্থায় তোতা মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নুরুজ্জামান এ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিহত কৃষক তোতা মিয়ার পরিবার এতে সন্তোষ প্রকাশ করেছেন।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি