হোম > অপরাধ > সিলেট

সিলেটে কলেজছাত্রীকে হত্যার ঘটনায় আসামি তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে কলেজছাত্রী সোনিয়া আক্তারকে (২১) হত্যার ঘটনায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি মো. সজিব আহমদকে (২৫) তিন দিনের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মোমেন বলে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জামিল আহমদ।

এর আগে গত সোমবার ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে সজিবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সজিব হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার শরীফনগর গ্রামের মো. নুরুদ্দিনের ছেলে। তিনি ওই কলেজছাত্রীর ফুপাতো বোন।

এ বিষয়ে উপপরিদর্শক বলেন, ‘আসামির সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের আবেদন মঞ্জুর করেছেন।’

জানা গেছে, গত রোববার দুপুরে সিলেট নগরের শেখঘাট খুলিয়াটুলা আবাসিক এলাকার নীলিমা-১৪ নম্বর বাসা থেকে সোনিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোনিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাছড়া গ্রামের বিল্লাল আহমদের মেয়ে ও দক্ষিণ সুরমার নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ছিল। তিনি মা ও সৎ বাবার সঙ্গে ওই বাসার চতুর্থ তলায় থাকতেন।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত