হোম > অপরাধ > সিলেট

কুলাউড়ায় কিশোরীকে অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক কিশোরীকে (১৬) অপহরণ মামলায় আব্দুল কালাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালাম উপজেলার কর্মধার হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় আবুল কালাম। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে কালামকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এক মাস পর ঢাকার হাতিরঝিলের আমবাগান বস্তি থেকে আবুল কালামকে গ্রেপ্তার করেন। এ সময় পুলিশ অপহৃত ওই কিশোরীকে উদ্ধার করেছে। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গ্রেপ্তারকৃত কালামকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অপহৃত ওই কিশোরীকে পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন