হোম > অপরাধ > সিলেট

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর তসিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরপর ছেলে রকিব হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামে গত ২১ এপ্রিল পারিবারিক কলহের জেরে তসিদ আলীকে তাঁর ছেলে রকিব হাসান মারধর করেন। এ ঘটনায় তসিদ আলী স্থানীয় প্রশাসনে অভিযোগ করতে চাইলে রকিব লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন, কিন্তু রকিব আহত বাবার চিকিৎসা করতে দেননি। আহত অবস্থায় বাড়িতে থেকেই গতকাল শনিবার তসিদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ তসিদের মরদেহ রোববার উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত রকিব হাসানকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, রোববার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তসিদের ছেলে রকিব হাসানকে আদালতে পাঠানো হয়েছে। নিহত তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু