হোম > অপরাধ > সিলেট

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর তসিদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরপর ছেলে রকিব হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া মরদেহের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামে গত ২১ এপ্রিল পারিবারিক কলহের জেরে তসিদ আলীকে তাঁর ছেলে রকিব হাসান মারধর করেন। এ ঘটনায় তসিদ আলী স্থানীয় প্রশাসনে অভিযোগ করতে চাইলে রকিব লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন, কিন্তু রকিব আহত বাবার চিকিৎসা করতে দেননি। আহত অবস্থায় বাড়িতে থেকেই গতকাল শনিবার তসিদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ তসিদের মরদেহ রোববার উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত রকিব হাসানকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, রোববার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং তসিদের ছেলে রকিব হাসানকে আদালতে পাঠানো হয়েছে। নিহত তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা