হোম > অপরাধ > সিলেট

সিলেটের যুবক হত্যার ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যুবক হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বনকলাপাড়ার সোহাগ (২১) ও সিলেট সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আফসার হোসেনের ছেলে সানি (১৮)।

নাজিম আহমদ (১৯) খুনের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত রোববার সিলেট নগরী থেকে মামলার ৩ ও ৮ নম্বর আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে সোমবার রাতে তাঁদের কোতোয়ালি থানায় হস্তান্তর করে র‌্যাব। এর আগে ঘটনার রাতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সবাইকে গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে কথা-কাটাকাটির জেরে নাজিম আহমদ (১৯) নামের যুবক খুন হয়। পেশায় তিনি হোটেল শ্রমিক। তিনি সুনামগঞ্জের ধর্মপাশার নুর মিয়ার ছেলে ও সিলেট নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা। এরপর মেডিকেল এলাকা থেকে একজনকে আটক করা হয়।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত