হোম > অপরাধ > সিলেট

রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শাকিল মোল্লা নামে (১৭) এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে লাখাই থানার পুলিশ। 

গ্রেপ্তারকৃত শাকিল মোল্লা উপজেলার মোড়াকড়ি দীঘিরপাড় গ্রামের ছুরুক মোল্লার ছেলে। সে মোড়াকড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।  

এদিকে গতকাল শুক্রবার সকালে ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর ভুক্তভোগী কিশোরী গ্রামের রাস্তা দিয়ে তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। এ সময় শাকিল ওই কিশোরীর মুখ চেপে রাস্তা থেকে তুলে পার্শ্ববর্তী একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিন্তু লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি।

একপর্যায়ে শারীরিকভাবে সে অসুস্থবোধ করলে বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের বিষয়টি সে তার মাকে জানায়। তার মা বিষয়টি লাখাই থানাকে জানালে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।  এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের