হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে ‘মাদকাসক্ত’ যুবকের ইটের আঘাতে পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ‘মাদকাসক্ত’ যুবকের ইটের আঘাতে নৌ-পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। অভিযুক্ত যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে জেলার বানিয়াচং উপজেলার মার্কুলী বাজারে এই ঘটনা ঘটেছে।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বলেন, সোমবার রাত নয়টার দিকে মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবু সাদাত মো. জাহাঙ্গীর আলম (৪১) এক সহকর্মীকে নিয়ে মোবাইল ফোনে টাকা রিচার্জ করতে মার্কুলী বাজারে যান। সেখানে দোকানে বসা অবস্থায় পুলক দাস (২৮) ইট দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করেন।

আবু হানিফ বলেন, ইটের আঘাতে জাহাঙ্গীর গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ সদরে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। অভিযুক্ত পুলক বানিয়াচং উপজেলার কাদিরপুর (জগন্নাথপাড়া) গ্রামের বাসিন্দা।

মার্কুলী নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ইট দিয়ে আঘাত করা পুলক দাস একজন মাদকসেবী বলে জানা গেছে। তবে কী কারণে জাহাঙ্গীরের ওপর হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি। 

আব্দুস সালাম বলেন, নিহত জাহাঙ্গীরের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত