হোম > অপরাধ > সিলেট

শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকার গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
গ্রেপ্তার টিকটকারের নাম মাসুদ গণি মান্না (২৫)। তিনি হবিগঞ্জ জেলার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে। 

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ূন কবির জানান, অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে শ্রীমঙ্গল তামিম রিসোর্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই তরুণী শ্রীমঙ্গল থানায় মামলা করেন। পরে গতকাল বুধবার ভোররাতে সিলেট জেলার টুকেরপাড়া এলাকা থেকে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর মোবাইল থেকে ওই তরুণীকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই যুবককে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। 

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার