হোম > অপরাধ > সিলেট

শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে এক টিকটকার গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
গ্রেপ্তার টিকটকারের নাম মাসুদ গণি মান্না (২৫)। তিনি হবিগঞ্জ জেলার অনন্তপুর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে। 

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ূন কবির জানান, অভিযুক্ত মাসুদ গণি মান্না সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে শ্রীমঙ্গল তামিম রিসোর্টে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই তরুণী শ্রীমঙ্গল থানায় মামলা করেন। পরে গতকাল বুধবার ভোররাতে সিলেট জেলার টুকেরপাড়া এলাকা থেকে অভিযুক্ত মাসুদ গণি মান্নাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর মোবাইল থেকে ওই তরুণীকে ধর্ষণের ভিডিও জব্দ করা হয়। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম অর রশিদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই যুবককে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। 

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ