হোম > অপরাধ > সিলেট

কুলাউড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘিরপাড় এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদকে (২৫) গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়। 

পুলিশ জানায়, কুলাউড়ার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার আলতা মিয়ার ছেলে রাসেল ৫ জানুয়ারি পালিয়ে যান। রাসেল ওই গৃহবধূকে চট্টগ্রামে কলসী দিঘিরপাড় এলাকায় একটি বাসায় রেখে পালাক্রমে ধর্ষণ করেন। এদিকে গৃহবধূর ভাশুর এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে কুলাউড়া থানা-পুলিশ চট্টগ্রামের কলসী দিঘিরপাড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে রাসেলসহ ওই গৃহবধূকে উদ্ধার করে। 

শনিবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ থানায় বাদী হয়ে রাসেলকে অভিযুক্ত করে মামলা করেন। মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল ওই গৃহবধূকে পালিয়ে নিয়ে যান এবং পালাক্রমে ধর্ষণ করেন। ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা করলে রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে কারাগারে পাঠানো হয়। 

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার