হোম > অপরাধ > সিলেট

কুলাউড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘিরপাড় এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদকে (২৫) গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়। 

পুলিশ জানায়, কুলাউড়ার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার আলতা মিয়ার ছেলে রাসেল ৫ জানুয়ারি পালিয়ে যান। রাসেল ওই গৃহবধূকে চট্টগ্রামে কলসী দিঘিরপাড় এলাকায় একটি বাসায় রেখে পালাক্রমে ধর্ষণ করেন। এদিকে গৃহবধূর ভাশুর এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে কুলাউড়া থানা-পুলিশ চট্টগ্রামের কলসী দিঘিরপাড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে রাসেলসহ ওই গৃহবধূকে উদ্ধার করে। 

শনিবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ থানায় বাদী হয়ে রাসেলকে অভিযুক্ত করে মামলা করেন। মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল ওই গৃহবধূকে পালিয়ে নিয়ে যান এবং পালাক্রমে ধর্ষণ করেন। ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা করলে রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে কারাগারে পাঠানো হয়। 

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন