প্রতিনিধি, হবিগঞ্জ
মাদক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশের উপপরিদর্শক (এসআই) মুমিন সিরাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
এসআই মুমিন সিরাজী হবিগঞ্জের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁর বাড়ি ময়মনসিংহে।
পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, মুমিন সিরাজী সম্প্রতি ছুটি নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে ফেনসিডিল, গাঁজাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন। মাদক পরিবহনের অপরাধে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।