হোম > অপরাধ > সিলেট

সিলেটে আদালতে যাওয়ার পথে যুবক খুন, আহত বড় ভাই

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই। আজ মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত জুনায়েদুল ইসলাম (২৮) ও আহত জাহেদুল ইসলাম (৩৩) সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে।

আহতের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জুনায়েদুল ও জাহেদুল মামলার হাজিরা দিতে সিলেট আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জের রুকনপুর গ্রামের জামে মসজিদের পাশে অটোরিকশা পৌঁছানো মাত্র ১০-১৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জাহেদুলকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন ও মো. বদিউজ্জামান। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপক্ষই বালাগঞ্জ উপজেলার বাসিন্দা। তাঁদের মধ্যে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ ছিল। বছরখানেক আগে আজকের ভিকটিমরা হামলাকারীদের একজনের পা কেটে নিয়েছিল। এ ঘটনার মামলায় হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই হামলা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।’

আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের টিম কাজ করছে বলেও এ পুলিশ কর্মকর্তা জানান।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল