হোম > অপরাধ > সিলেট

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাল মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার দুপুরের দিকে ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা করেন। এর কিছুক্ষণ পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই গৃহবধূ মামলা করেছেন। মামলার পরপরই তাঁর শ্বশুর দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। আজ তাঁকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ ও দুলাল মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের বাসিন্দা। গতকাল সকালে ওই গৃহবধূর স্বামী কাজে চলে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে শ্বশুর দুলাল মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ছাড়া কিছুদিন আগেও দুলাল মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এসব ঘটনা স্বামীসহ অন্য কাউকে না বলার জন্য তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন দুলাল মিয়া।

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ