হোম > অপরাধ > সিলেট

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর কারাগারে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূকে (১৯) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাল মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। গতকাল শনিবার দুপুরের দিকে ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা করেন। এর কিছুক্ষণ পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই গৃহবধূ মামলা করেছেন। মামলার পরপরই তাঁর শ্বশুর দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। আজ তাঁকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ ও দুলাল মিয়া উপজেলার পাটলী ইউনিয়নের বাসিন্দা। গতকাল সকালে ওই গৃহবধূর স্বামী কাজে চলে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে শ্বশুর দুলাল মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ ছাড়া কিছুদিন আগেও দুলাল মিয়া তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এসব ঘটনা স্বামীসহ অন্য কাউকে না বলার জন্য তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন দুলাল মিয়া।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার