হোম > অপরাধ > সিলেট

রাতের আঁধারে চুরি হচ্ছে সারি রেঞ্জের গাছ

প্রতিনিধি, জৈন্তাপুর (সিলেট)

সিলেটের জৈন্তাপুর সারি রেঞ্জের রাতের আঁধারে পাহাড় থেকে মূল্যবান গাছ চুরি হয়ে গেছে। বিষয়টি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদকে জানানো হলেও তিনি নীরবতা পালন করছেন বলে অভিযোগ করেছেন উপকারভোগীরা। 

সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার সারি রেঞ্জের নিয়ন্ত্রণাধীন ইন্দারজু, ঢুপি ও ডৌডিক পাহাড়ে বড় বড় কয়েক শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। মাটিতে রয়েছে শুধুমাত্র গাছের গোড়ালি, ঢালপালা। এ ছাড়া অর্ধেক কাটা অবস্থায় আছে আরও কয়েকশত গাছ। সেগুলো চলতি সপ্তাহের মধ্যে কেটে নিয়ে যেতে পারে। অপরদিকে, পাহাড়ের বিভিন্ন অংশের প্রায় ২০ / ৩০টি গাছের গোড়ালি অর্ধেক কাটা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, গাছ কাটার কাজে ব্যবহৃত মই ও রশি বিভিন্ন অংশে মজুত রাখার দৃশ্যও দেখা মিলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সারি রেঞ্জের ও সারি বিটের একটি সূত্র গাছ চুরির ঘটনা স্বীকার করে বলেন, দীর্ঘদিন থেকে একটি চক্র সারি রেঞ্জের বিভিন্ন বাগান ও টিলা থেকে মূল্যবান গাছ রাতের আঁধারে কর্তন করে নিয়ে যাচ্ছে। বিষয়টি জেনেও না জানার ভাব ধরে আছেন সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ। এমনকি গাছ কাটা ও গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার সময় সংবাদ দিলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি তিনি। 

স্থানীয় বাসিন্দারা বলেন, স্থানীয় এলাকাবাসী নিজেদের বাড়ি থেকে গাছ কেটে সমিলে নিয়ে যাওয়ার পথে নানা অজুহাতে গাছ আটকের চেষ্টা চালায় রেঞ্জার ও বিট কর্মকর্তা। চক্রটি তাঁদের অদৃশ্য ইশারায় সারি রেঞ্জের গাছ চুরি করছেন। 

সারি রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদের কাছে গাছ চুরির বিষয় জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। রেঞ্জ অফিসে গিয়েও তাঁর দেখা পাওয়া যায়নি। 

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, এলাকাবাসী গাছ চুরির বিষয়ে আমাকেও জানিয়েছেন। আমি সারি রেঞ্জ কর্মকর্তাকে এ বিষয়ে জানতে কয়েকবার অফিসে আমন্ত্রণ জানালেও আসেননি তিনি।। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আপনারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। 
 
বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনারা আমাকে তথ্য দিন, আমি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। 

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে