হোম > অপরাধ > সিলেট

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধানসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মোশাররফ মিয়া ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে থাকা নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মোশাররফ মিয়ার হাতে রামদা ছিল। মঞ্চে থাকা নেতা-কর্মীদের আঘাত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। 

বাদীপক্ষের আইনজীবী রয়েছেন, মো. আব্দুল আজাদ।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস