হোম > অপরাধ > সিলেট

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধানসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মোশাররফ মিয়া ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে থাকা নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মোশাররফ মিয়ার হাতে রামদা ছিল। মঞ্চে থাকা নেতা-কর্মীদের আঘাত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। 

বাদীপক্ষের আইনজীবী রয়েছেন, মো. আব্দুল আজাদ।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা