হোম > অপরাধ > সিলেট

দিরাইয়ে আ.লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮১ জনকে আসামি করে আদালতে মামলার দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহবুবুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে প্রধানসহ ৮১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মোশাররফ মিয়া ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে মঞ্চে থাকা নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় মোশাররফ মিয়ার হাতে রামদা ছিল। মঞ্চে থাকা নেতা-কর্মীদের আঘাত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন। 

বাদীপক্ষের আইনজীবী রয়েছেন, মো. আব্দুল আজাদ।

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু