হোম > অপরাধ > সিলেট

মুয়াজ্জিনকে কুপিয়ে মসজিদে ডাকাতি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মসজিদে মুয়াজ্জিনকে কুপিয়ে দানের টাকা ছিনিয়ে নিয়ে গেছে একদল মুখোশধারী। হামলায় মুয়াজ্জিন আমির হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী-নন্দিরগাঁও পূর্বপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আমির হোসেন প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়া শেষে মসজিদের মিনারের দ্বিতীয়তলায় একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে মুয়াজ্জিন মুয়াজ্জিন বলে, এক ব্যক্তি ডেকে তাঁকে ঘুম থেকে তোলেন। দরজা খোলামাত্র মুখোশধারী পাঁচ থেকে সাত জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে মুয়াজ্জিনকে কুপিয়ে আহত করে মসজিদের টাকা নিয়ে পালিয়ে যায়। 

বিষয়টি মুয়াজ্জিন স্থানীয়দের ফোনে জানালে লোকজন ঘটনাস্থলে এসে আহত মুয়াজ্জিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহত মুয়াজ্জিন আমির হোসেন সাচায়ানী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। 

আমির হোসেন বলেন, রাত ১২টার দিকে একজন আমাকে ডেকে ঘুম থেকে তোলেন। আমি সরল মনে দরজা খুলে দিয়ে মুখোশধারী পাঁচ জন ব্যক্তি আমার ওপর হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আর বলে, আমরা জানি তোর কাছে টাকা আছে। বাঁচতে চাইলে টাকা দিয়ে দে। তা না হলে তোকে মেরে ফেলব। আমি ভয়ে তাদের মসজিদের একটি শোকেসের চাবি দেই। তখন তিনজন ব্যক্তি আমাকে ধরে রেখে অপর দুইজন নিচের তলা নেমে যায়। কিছুক্ষণ পরে ওই দুই ব্যক্তির ডাকে আমাকে ছেড়ে তাঁরা চলে যান। দুর্বৃত্তরা শোকেসের ড্রয়ার থেকে মসজিদ উন্নয়নের ১৫ থেকে ১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ