হোম > অপরাধ > সিলেট

নৌপথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ উপজেলার নৌপথগুলোতে চাঁদাবাজদের বিরুদ্ধে মাইকিং করেছে। এ সময় চাঁদাবাজদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে নৌপথে চাঁদাবাজদের ধরিয়ে দিতে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে মাইকিং করা হয়। 

আজ শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী ও উবদাখালী নদীতে এই মাইকিং করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকা থেকে বালু, পাথর ও মালবাহী ইঞ্জিনচালিত ট্রলারের মধ্যনগর বাজারের পাশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা বৃদ্ধি পেয়েছে। তাই স্থানীয় কোনো চক্র ওই সব চলমান নৌযান থেকে যেন চাঁদাবাজির পাঁয়তারা না চালায়, তার আগাম বার্তা হিসেবে মধ্যনগর থানা-পুলিশ এই উদ্যোগ নিয়েছে। মধ্যনগর থানা-পুলিশের হস্তক্ষেপে অতীতেও এই পথে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার থানা এলাকায় নৌপথে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। তাই নদীগুলোতে মাইকিং করে চাঁদাবাজদের অবৈধ চাঁদাবাজির পাঁয়তারা বন্ধে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।’ 

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা