সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-জামালগঞ্জের দুর্লভপুর গ্রামের এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০), আব্দুনুর (৬২) ও মানিক মিয়া (৬৩)।
র্যাব সূত্রে জানা যায়, নৌপথে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই বাল্কহেড নৌকা আটকিয়ে তাঁরা অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ চাঁদাবাজিকালে ব্যবহৃত ৮টি লোহার রড, একটি ছুরি,৯টি মোবাইল, নগদ ২ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। আজ ভোরে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে।