হোম > অপরাধ > সিলেট

সুরমা নদীতে বালি-পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০ 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-জামালগঞ্জের দুর্লভপুর গ্রামের এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০), আব্দুনুর (৬২) ও মানিক মিয়া (৬৩)। 

র‍্যাব সূত্রে জানা যায়, নৌপথে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই বাল্কহেড নৌকা আটকিয়ে তাঁরা অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ চাঁদাবাজিকালে ব্যবহৃত ৮টি লোহার রড, একটি ছুরি,৯টি মোবাইল, নগদ ২ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। 

এ বিষয়ে সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। আজ ভোরে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে। 

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের