হোম > অপরাধ > সিলেট

সুরমা নদীতে বালি-পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজি, গ্রেপ্তার ১০ 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালি ও পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-জামালগঞ্জের দুর্লভপুর গ্রামের এমদাদুল হক আফিন্দি (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দি (২০), আব্দুনুর (৬২) ও মানিক মিয়া (৬৩)। 

র‍্যাব সূত্রে জানা যায়, নৌপথে চলাচলকারী কয়লা, বালু ও পাথর বোঝাই বাল্কহেড নৌকা আটকিয়ে তাঁরা অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ চাঁদাবাজিকালে ব্যবহৃত ৮টি লোহার রড, একটি ছুরি,৯টি মোবাইল, নগদ ২ হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। 

এ বিষয়ে সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সিঞ্চন আহমেদ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজি করছিল। আজ ভোরে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে। 

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন