হোম > অপরাধ > সিলেট

১৫ দিনে দাসপাড়া গ্রামের ২০ বাড়িতে চুরি

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামে গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার সকালে চুরির মালসহ বাছির মিয়া (২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

বাছির মিয়া স্বীকারোক্তিতে সেলিম মিয়া (৩৫) নামের আরেক যুবককে আটক করে পুলিশ। দুজনই দাসপাড়া গ্রামের বাসিন্দা। বাছির মিয়া মৃত আব্দুল হামিদের ছেলে এবং সেলিম মিয়া গুনু মিয়ার ছেলে। 

ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য ও দাসপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন গত ১৫ দিনে অন্তত ২০ বাড়িতে চুরি হয়েছে। চুরির ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নির্ঘুম রাত কাটে। 

গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মঙ্গলবার ভোর রাতে দাসপাড়া গ্রামের নূরুল ইসলামের ঘরের সিধ কেটে একটি বাইসাইকেল, রফিক মিয়ার ঘর থেকে দুইটি মোবাইল, রোকিয়া খাতুনের ঘর থেকে ৪২ হাজার টাকা ও একটি মোবাইল এবং রহিম মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে যায়। 

এর আগের রাতে চুরি হয়েছে আল আমিন মিস্ত্রির বাড়ি। তার বাড়ি থেকে মুঠোফোন ও জমির কাগজপত্র নিয়ে গেছে। চুরি হয়েছে বাছির মিয়ার বাড়ি, ইদ্রিস মিয়ার বাড়িতেও।

দাসপাড়া গ্রামের আল আমিন জানান, তাঁর বাড়িতে চুরির আগের রাতে মোহাম্মদ আলীর ঘর থেকে বাইসাইকেল, শিশু মিয়ার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে চোরেরা। এর কয়েক দিন আগে চুরি হয়েছে হাফেজ সেবু মিয়ার ঘরে; নিয়ে গেছে মোবাইলসহ টাকা পয়সা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন প্রতিদিন ঘুম থেকে উঠেই চুরির খবর শুনতে পাই। চুরির হওয়া একটি টেলিভিশন সোমবার একটি খালের পাড় থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।

নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন এদের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেনি। তাই পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে মুজাহিদ মিয়া নামের একজন বলেন, থানায় একটি জিডি করা হয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন পুলিশের হাতে বেশ কয়েকজন দুর্বৃত্তের নাম এসেছে। তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে। 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস