হোম > অপরাধ > সিলেট

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতকাল বুধবার (২ নভেম্বর) রাত ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়ন এর উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পুতুল সিংহ (৬০)।

স্থানীয়রা জানান, পুতুল সিংহের সঙ্গে তাঁর বড় ভাই বিপিন সিংহের (৬৫) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ১১টার দিকে বিপিন ও তাঁর ছেলে নিশি সিংহ (৪০) পুতুল সিংহের বাড়িতে হামলা চালান। 

হামলায় ধারালো দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় পুতুলের স্ত্রী লক্ষীরাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা-ছেলে পালিয়ে যান।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার দিবাগত রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন। 

এদিকে স্ত্রী লক্ষীরাণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর শুনেই রাতে পুলিশ পাঠানো হয়েছে। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যান। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এখনো থানায় কোনো অভিযোগ হয়নি, তবে অভিযোগ প্রক্রিয়াধীন আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার পাঠানো হয়েছে।’ 

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২