হোম > অপরাধ > সিলেট

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

কোম্পানীগঞ্জে শিল্পা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা (পূর্বপাড়া) গ্রামে বাড়ির রান্নাঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।  

জানা যায়, এগারো বছর আগে উপজেলার পুটামারা পূর্বপাড়ার তেরাব আলীর ছেলে সৌদিপ্রবাসী ফারুকের সঙ্গে বিয়ে হয় পুটামারা পশ্চিমপাড়ার হাছন আলীর মেয়ে শিল্পার।

গতকাল রোববার রাতে প্রতিদিনের মতো দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল শিল্পা। আজ সকালে রান্নাঘরে শিল্পার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন।

শিল্পার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা তেরাব আলী জানান, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন শোয়ার ঘরে শিল্পা নেই। পরে রান্নাঘরে ফ্যানের সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া বলেন, বেলা ১২টায় শিল্পার লাশ উদ্ধার করেছি। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, স্বপ্নার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২