হোম > অপরাধ > সিলেট

কুলাউড়ায় যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। আজ রোববার ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের দুবাইফেরত বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)।

নিহত দুই শিশুর বাবা বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া বলেন, আজ রোববার ভোর ৪টার দিকে ঘুম ভেঙে গেলে বাচ্চু তাঁর স্ত্রী-সন্তানদের ঘরে পাননি। ঘরের দরজা খোলা দেখে বাচ্চু বাইরে খোঁজাখুঁজি করে বাড়ির পুকুরঘাটে দুই শিশুসন্তানের লাশ দেখে চিৎকার করেন। ধারণা করা হচ্ছে, পুকুরে চুবিয়ে তাদের মারা হয়েছে। পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, তাঁর ভাইয়ের স্ত্রী একজন মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আহমেদ খান সুইট বলেন, ‘বাচ্চা দুটি কীভাবে মারা গেছে জানা নেই। তবে তাদের মা মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি।’

খবর পেয়ে হাসপাতালে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, রিমা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাচ্চা দুটিকে তার মা নিজেই হত্যা করেছেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, বাচ্চা দুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন