হোম > অপরাধ > সিলেট

কুলাউড়ায় যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। আজ রোববার ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের দুবাইফেরত বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)।

নিহত দুই শিশুর বাবা বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া বলেন, আজ রোববার ভোর ৪টার দিকে ঘুম ভেঙে গেলে বাচ্চু তাঁর স্ত্রী-সন্তানদের ঘরে পাননি। ঘরের দরজা খোলা দেখে বাচ্চু বাইরে খোঁজাখুঁজি করে বাড়ির পুকুরঘাটে দুই শিশুসন্তানের লাশ দেখে চিৎকার করেন। ধারণা করা হচ্ছে, পুকুরে চুবিয়ে তাদের মারা হয়েছে। পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, তাঁর ভাইয়ের স্ত্রী একজন মানসিক ভারসাম্যহীন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আহমেদ খান সুইট বলেন, ‘বাচ্চা দুটি কীভাবে মারা গেছে জানা নেই। তবে তাদের মা মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি।’

খবর পেয়ে হাসপাতালে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, রিমা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাচ্চা দুটিকে তার মা নিজেই হত্যা করেছেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, বাচ্চা দুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১