অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার মেশিন লাগিয়ে নদীর পাড় কাটায় সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধকরণে যাদুকাটা নদীতে এ অভিযান পরিচালিত হয়েছে।জানা যায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাদুকাটা নদীর নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন এবং ড্রেজার মেশিন লাগিয়ে নদীর পাড় কাটার অভিযোগে ১০টি মামলায় ১৬ জনকে মোট সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সেই সঙ্গে নদীর অনুমোদিত স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগে আরও দুটি মামলায় দুজনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদেশকৃত জরিমানা না দিলে দুইজনকে আরও ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে জব্দকৃত বালু উত্তোলনের ড্রেজার মেশিনগুলো বিনষ্ট করা হয়েছে। পরিবেশ ও জাদুকাটা নদী রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।