হোম > অপরাধ > সিলেট

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনায় পলাতক ছেলে নন্দলাল রবিদাসকে আটক করেছে কমলগঞ্জ থানা–পুলিশ। শনিবার কুলাউড়ার উপজেলার তিলকপুর চা-বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আব্দুল হামিদ গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে গেল মঙ্গলবার রাতে চা-বাগানে সাপ্তাহিক মজুরি নিয়ে নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন। পথে নেশাগ্রস্ত অবস্থায় থাকা তাঁর স্বামী শ্যামলাল রবিদাস মজুরির প্রাপ্ত ৯০০ টাকা থেকে কিছু টাকা দাবি করেন। এ সময় স্বামীকে ২০০ টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। কিন্তু তিনি আরও টাকা না দিলে হাতে পাওয়া ২০০ টাকা ছিঁড়ে ফেলে দেন। এ ঘটনায় তর্কবিতর্কের একপর্যায়ে ছেলে নন্দলাল রবিদাস একটি লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটে পড়েন। অচেতন অবস্থায় শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে ছেলে নন্দলাল রবিদাস পলাতক ছিলেন। 

এ ঘটনায় কমলগঞ্জ থানায় নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস বাদী হয়ে ছেলে নন্দলাল রবিদাসকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস