হোম > অপরাধ > সিলেট

জৈন্তাপুরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে ঘরের বারান্দার বেড়া নির্মাণকে কেন্দ্রে করে ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আজ রোববার অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের সাধু পাত্র (৬০)। গ্রেপ্তার হয়েছেন তাঁরই ছেলে চৈতন্য পাত্র (২২)।

পুলিশ বলছে, গতকাল শনিবার দিবাগত রাত ৮টায় ঘরের বারান্দার বেড়া নির্মাণ করা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ছেলে বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে আহত অবস্থায় সাধুপত্রকে উদ্ধার করে সিলেট এম এ  জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে কালেশ্বর চিকনাগুল পাহাড় থেকে অভিযুক্ত চৈতন্য পাত্রকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে রাতেই পুলিশ রাতভর কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান পরিচালনা করে চৈতন্য পাত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত