হোম > অপরাধ > সিলেট

রং নম্বরে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

হবিগঞ্জ প্রতিনিধি

মোবাইল ফোনে রং নম্বরে প্রেম। প্রথমবার দেখা করতে গিয়েই ধর্ষণের শিকার হলো তরুণী। অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

হাসপাতালে ভর্তি ওই তরুণী অভিযোগ করেন, দুই মাস আগে মোবাইল ফোনে রং নম্বরের মাধ্যমে উপজেলার চাঁনপুর গ্রামের তারেক মিয়া নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয় হওয়ার পর থেকেই দেখা করার জন্য ওই তরুণীকে অনুরোধ করে আসছেন তারেক। কিন্তু ওই তরুণী দেখা করেননি। গতকাল বৃহস্পতিবার তারেক তাকে দেখা করার জন্য খুব অনুরোধ করেন। একপর্যায়ে ওই তরুণী তারেকের প্রস্তাবে রাজি হন। রাত ৮টার দিকে তারেক ওই তরুণীকে মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের পার্শ্ববর্তী নির্জন একটি স্থানে ডাকেন। সেখানে যাওয়ার পর তারেক ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। 

ধর্ষণের শিকার তরুণীর মা জানান, রাতে পরিবারের লোকজন তাঁকে (তরুণীকে) ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তিনি বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে সবকিছু জানান। 

পরিবারের লোকজন রাতেই বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাফিজ মিয়াকে জানান। একপর্যায়ে ওই তরুণী অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। 

শুক্রবার রাত ৩টায় পরিবারের লোকজন তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ধর্ষণের বিষয়টি আমি শুনেছি। তবে ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত