হোম > অপরাধ > সিলেট

রং নম্বরে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার

হবিগঞ্জ প্রতিনিধি

মোবাইল ফোনে রং নম্বরে প্রেম। প্রথমবার দেখা করতে গিয়েই ধর্ষণের শিকার হলো তরুণী। অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন ওই তরুণীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।

হাসপাতালে ভর্তি ওই তরুণী অভিযোগ করেন, দুই মাস আগে মোবাইল ফোনে রং নম্বরের মাধ্যমে উপজেলার চাঁনপুর গ্রামের তারেক মিয়া নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয় হওয়ার পর থেকেই দেখা করার জন্য ওই তরুণীকে অনুরোধ করে আসছেন তারেক। কিন্তু ওই তরুণী দেখা করেননি। গতকাল বৃহস্পতিবার তারেক তাকে দেখা করার জন্য খুব অনুরোধ করেন। একপর্যায়ে ওই তরুণী তারেকের প্রস্তাবে রাজি হন। রাত ৮টার দিকে তারেক ওই তরুণীকে মোবাইল ফোনের মাধ্যমে গ্রামের পার্শ্ববর্তী নির্জন একটি স্থানে ডাকেন। সেখানে যাওয়ার পর তারেক ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। 

ধর্ষণের শিকার তরুণীর মা জানান, রাতে পরিবারের লোকজন তাঁকে (তরুণীকে) ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তিনি বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে সবকিছু জানান। 

পরিবারের লোকজন রাতেই বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাফিজ মিয়াকে জানান। একপর্যায়ে ওই তরুণী অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করেন। 

শুক্রবার রাত ৩টায় পরিবারের লোকজন তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ধর্ষণের বিষয়টি আমি শুনেছি। তবে ভিকটিমের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১