হোম > অপরাধ > সিলেট

শিশু হত্যার ঘটনায় মাকে আসামি করে বাবার মামলা

সিলেট প্রতিনিধি

সিলেটে শ্বাসরুদ্ধ করে দেড় বছর বয়সী শিশু হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা করেছেন বাবা। গতকাল বুধবার রাতে শাহপরান থানায় শিশুটির মা নাজনিন আক্তারের (২৮) বিরুদ্ধে এই হত্যা মামলা করেন বাবা সাব্বির হোসেন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

জানা যায়, নাজনিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাদেপাশা ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের মো. জিয়া উদ্দিনের মেয়ে। তিনি সিলেটের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা। গতকাল বুধবার সকালে নিজের ১৭ মাস বয়সী সন্তানকে বালিশ চাপা দেন। পরে শিশুর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন নাজমিন আক্তার। একই সময় নাজমিনের স্বামী সাব্বির হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।এদিকে স্বামীর সঙ্গে বিরোধের জেরে মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করার কথা মা নাজনিন স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

নাজনিন আক্তার এখনো শাহপরান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ওসি সৈয়দ আনিসুর রহমান। ওসি বলেন, ‘তাঁকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আমরা আদালতে তুলেছি।’

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার গোলাপগঞ্জ এলাকার নাজমিনের সঙ্গে দক্ষিণ সুরমার বদলি এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয় ২০১৫ সালে। বিয়ের পর থেকে তারা শাহপরান এলাকায় থাকেন। নাজমিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও তাঁর স্বামী কাতার প্রবাসী। এর আগেও একটি বিয়ে হয়েছিল নাজমিনের। সেই সংসারে তাঁর একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে সাবিহাকে গলা টিপে তাঁর মা নাজমিন হত্যা করেন বলে জানায় পুলিশ। 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস