হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এস এম নাসিম রেজা এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মাধবপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে শাহীন মিয়া (৪৫) ও একই উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোস্তফা মিয়া (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তফা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০১৯ সালের ১৮ জুন গভীর রাতে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে দশম শ্রেণির (১৬) ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। তারপর ধর্ষণের অভিযোগে ছাত্রীর বাবা একটি মামলা করেন। মামলায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে দুজনের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।’ 

অ্যাড মোস্তফা মিয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে এ রকম ন্যক্কারজনক কাজ করা থেকে বিরত থাকতে এ রায় নজির হয়ে থাকবে। দ্রুত আসামিদের রায় কার্যকর হবে বলে আশা করছি।’ 

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি