হোম > অপরাধ > সিলেট

বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাই খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে দোয়ারাবাজারে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে শাবলের আঘাতে নিহত হয়েছেন হিরন মিয়া (৪২) নামের এক ব্যক্তি। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বিকেলে দোয়ারাবাজার উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাঁঠালবাড়ি গ্রামের সুরুজ আলীর তিন ছেলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে মেজো ভাই নুর মিয়া মাছ ধরছিলেন। এ সময় বড় ভাই হিরন মিয়া ও তাঁর স্ত্রী রোকসানা বেগম বাধা দিলে তিন ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন মিয়া শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়াকে পিটিয়ে জখম করেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, ‘পুকুরে মাছ ধরা নিয়ে ভাইদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বড় ভাই শাবল দিয়ে ছোট ভাই হিরন মিয়াকে আঘাত করেন। এরপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত