হোম > অপরাধ > সিলেট

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতা হিরাজ মিয়াসহ (২৬) সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বিবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা কোনাবাড়ি ছালাম বাজার থেকে হিরাজকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার বিকেলে চুনারুঘাট থানা–পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। এ সময় তিনি বলেন, ডাকাতের কাছ থেকে আংশিক স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানান, গত ১৪ জানুয়ারি উপজেলার উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুরের বালিয়ারী গ্রামের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় পরদিন ১৫ জানুয়ারি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খুরশেদ আলম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার রাতে ডাকাতির অন্যতম হোতা বিবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার খান্দুরা গ্রামের হিরাজ মিয়া গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী স্বর্ণের এক জোড়া কানের দুল, একটি হাতের বালা, দুটি স্বর্ণের নাকফুল, একটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি ছোড়া উদ্ধার করা হয়। হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।  

এ বিষয়ে ওসি হিল্লোল রায় বলেন, গত ১৪ জানুয়ারি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির সময় যেসব মালামাল লুট করা হয়েছিল এর মধ্যে আংশিক পণ্য উদ্ধার করা হয়েছে। বাকি পণ্যগুলো উদ্ধার কাজ চলমান থাকবে।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২