হোম > অপরাধ > সিলেট

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণ, এক ব্যক্তি আটক

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাশিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে তাহিরপুর থানা–পুলিশ। তিনি উপজেলার রাজাই গ্রামের আবুল কালামের ছেলে। 

আজ শনিবার সকালে পাহাড়ি চড়ায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সূত্র জানায়, সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রাজাই গ্রামের পাহাড়ি চড়ায় গোসল করতে যান ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর এক নারী। এ সময় একই আব্দুর রাশিদ মিয়াও গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে ওই নারীকে কুপ্রস্তাব দেন রাশিদ। এতে রাজি না হলে তাঁকে জোরপূর্বক চড়ার পাশের ঝোপে নিয়ে যান। সেখানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যান রশিদ। 

পরে ভুক্তভোগী নারী বিষয়টি তাঁর পরিবারকে জানালে তাঁরা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানাকে জানান।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি সকালে সংরক্ষিত আসনের সদস্য শুষমা জাম্বিল আমাকে জানিয়েছেন। আমি ভিকটিম পরিবারকে বলেছি থানায় বিষয়টি জানিয়ে আইনের আশ্রয় নাওয়ার জন্য।’

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বলেন, ধর্ষণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ধর্ষণের ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। 

ইউপি সদস্য সুষমা জাম্বিল জানান, ধর্ষণের শিকার ওই নারীকে নিয়ে থানায় এসে রাতেই তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর