হোম > অপরাধ > সিলেট

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রাজমিস্ত্রি গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রাজমিস্ত্রি নুর মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিজুরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃত নুর মিয়া উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও যাদবপুর গ্রামের বাসিন্দা জ্যোৎস্না বেগমের নতুন একটি বাসা তৈরির কাজ করছিলেন রাজমিস্ত্রি নুর মিয়া। গতকাল দুপুরে ওই ইউপি সদস্যের আত্মীয়ের পাঁচ বছর বয়সী শিশুকে নুর মিয়া ফুসলিয়ে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর জোরপূর্বক যৌন নিপীড়ন চালান তিনি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে নুর মিয়াকে আটক করেন। পরে শিশুটিকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

ঘটনার পর স্থানীয় ওয়ার্ড মেম্বার মর্তুজ আলী লিটন বিষয়টি পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মুদ্দত আলীকে অবগত করেন। পরে তিনি আটক নুর মিয়াকে বাহুবল মডেল থানায় সোপর্দ করেন। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নুর মিয়াকে অভিযুক্ত করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। 

বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত নুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড