হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে শ্বশুরকে হত্যার অভিযোগে জামাই আটক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে শ্বশুরকে হত্যার অভিযোগে সেলিম মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে উপজেলার শানখালা ইউনিয়নের পাহাড়ি এলাকা ডেউয়াতলি থেকে তাঁকে আটক করা হয়। 

এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুর আলম (৪৯) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সেলিম উপজেলার উত্তর কালিনগর গ্রামের আবু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল রাতে নুর আলম তাঁর বাড়িতে ছিলেন। ওই সময় সেলিম তার শ্বশুর বাড়িতে যান। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে তার শ্বশুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর আলমের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। 

চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে আটক করা হয় সেলিমকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার