হোম > অপরাধ > সিলেট

হবিগঞ্জে শ্বশুরকে হত্যার অভিযোগে জামাই আটক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে শ্বশুরকে হত্যার অভিযোগে সেলিম মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে উপজেলার শানখালা ইউনিয়নের পাহাড়ি এলাকা ডেউয়াতলি থেকে তাঁকে আটক করা হয়। 

এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুর আলম (৪৯) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সেলিম উপজেলার উত্তর কালিনগর গ্রামের আবু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল রাতে নুর আলম তাঁর বাড়িতে ছিলেন। ওই সময় সেলিম তার শ্বশুর বাড়িতে যান। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে তার শ্বশুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর আলমের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। 

চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে আটক করা হয় সেলিমকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল