হোম > অপরাধ > সিলেট

বাবার লাঠির আঘাতে আহত ছেলের মৃত্যু 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে আহত ছেলে দীলিপ তন্তবায় (৩৫) মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাতে মারা যান তিনি। এর আগে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরান বাংলা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দীলিপ ওই এলাকার রেণু তন্তবায়ের ছেলে। তিনি স্থানীয় বাগানের শ্রমিক ছিলেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার নিজের কাজ শেষে দীলিপ বাড়ি ফেরেন। এরপর তাঁর সঙ্গে স্ত্রী মনি তন্তবায়ের পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দীলিপ স্ত্রীকে মারধর করেন। ঘটনার সময় মনি তন্তবায়ের শ্বশুর রেণু তন্তবায় ঘুমিয়ে ছিলেন। পরে মনি তন্তবায় ঘুম থেকে শ্বশুরকে ডেকে বিষয়টি জানান এবং বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। 

ঝগড়ার একপর্যায়ে রেণু তন্তবায় বাঁশের লাঠি দিয়ে দীলিপের মাথায় ও শরীরে আঘাত করেন। লাঠির আঘাতে দীলিপ আহত হলে রাতেই পরিবারের লোকজন চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার দুপুরে দীলিপকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান তিনি। 

খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ ও ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফাসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্ত বাবা রেণু তন্তবায়কে আহত অবস্থায় আটক করে হাসপাতালে ভর্তি করানো হয়। 

এ বিষয়ে ওসি বলেন, স্বামী-স্ত্রীর কলহের জেরে বাবা তাঁর নিজ ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় মারা যান ছেলে দীলিপ। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। 

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ